রাসেল, শৈলকুপা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় নিয়ম ভঙ্গ, রেজিস্টার আপডেট না রাখা, ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করা ও অধিক মূল্যে সার বিক্রিসহ নানা অভিযোগে ৪টি সার ও বীজ ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ।
জানা গেছে, উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী নোমান মোল্লাকে রেজিস্টার আপডেট না রাখা, ক্যাশ মেমো না দেওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সাধুহাটি বাজারের মেসার্স হামজা ট্রেডার্স সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, স্টক রেজিস্টার না রাখা ও ক্যাশ মেমো ছাড়া সার বিক্রির অপরাধে একই আইনের ৪০ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়।
একই বাজারে লাইসেন্স ও ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি করায় ফাতেহা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে থানা রোডের মা বীজ ভাণ্ডার বেশি দামে পেঁয়াজের বীজ বিক্রি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বীজ বাজারজাত এবং ক্রয় মেমো প্রদানে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের। এসময় শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক নিশাত মেহের জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৪টি ডিলারকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।