নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শহীদদের এক বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ লিয়াকত হোসেন ফরাজী (৭৫) নিহত হয়েছেন।বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার মাগরিবের নামাজের সময়, মিরপুর পৌরসভার যোগীপুল মসজিদের কাছে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে এক বেপরোয়া মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লিয়াকত হোসেন ফরাজী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পঁচাভিটা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হারুনার রশীদ ওরফে হারান ফরাজী। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ‘অ্যাপাচি আরটিআর’ মোটরসাইকেলে থাকা তিন যুবক—রবিন (থানাপাড়া), তূর্য (মিলপাড়া) ও জিম বন্ধু—দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাদের বেপরোয়া চালনার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।