নিজস্ব প্রতিবেদক:
এসো স্মৃতির প্রাঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। কুষ্টিয়া দৌলতপুরে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে
ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আখতারুজ্জামান সজল ।
বুধবার (১১ জুন) সন্ধ্যায় (৩ নং) ফিলিপ নগর ইউনিয়নের দফাদার পাড়ায় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির নেতা আখতারুজ্জামান সজল এর নিজ বাড়িতে রাত ৮টার সময় এই ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত হন। এই সময় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে, শফিকুল ইসলাম শফিক
এর সঞ্চালনায়, মূল আয়োজক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহ-সম্পাদক (ত্রাণ ও পুনর্বাসন) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির আখতারুজ্জামান সজল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিলিপ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুর রহমান, ও সদস্য সচিব প্রফেসর ডিনার, এবং যুগ্ম আহবায়ক লিটু মেম্বার সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবারের ন্যায় এবারও দৌলতপুর থানার ফিলিপ নগর ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহিত ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আখতারুজ্জামান সজল। তার এমন উদ্যোগ ইউনিয়ন ও উপজেলা বিএনপিকে আরো সুসংগঠিত করবে।
কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ -সম্পাদক আখতারুজ্জামান সজল বলেন, আজকের এই মহতী আয়োজনের পেছনে আমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, তা হল ফিলিপ নগর ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ করা। আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবার সঙ্গে মেলবন্ধন এবং সেতুবন্ধন রচনা করতে পারি। আমাদের দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন অপকর্ম করে তা যেন সবাই আমরা একসাথে দমন করতে পারি এবং প্রতিরোধ গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আজকে সবাইকে এক জায়গায় করেছি, এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নৈশ ভোজের আয়োজন করেছি। পরবর্তীতে আমরা দলের পাশে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাল্লাহ।