নিজস্ব প্রতিবেদক:
আজ ১৬ ই অক্টোবর মোছা: নূসরাত জাহান নোহার ১০ তম জন্মদিন উদযাপন করছে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এসময় তার মা, বাবা নুসরাত জাহান নোহার আগামী ভবিষৎ আরো উজ্জলময় ও মানুষের মতো মানুষ হিসাবে গড়ে উঠুক সেই দোয়া কামনা করেন। নুসরাত জাহান নোহার মামা পাপ্পু বলেন, তোমার হাসিতে আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। আমরা তোমার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। তুমি ভালো মানুষ হয়ে ওঠো এটাই আমাদের এক মাত্র চাওয়া।
শুভেচ্ছানতে ও দোয়ায়
খন্দ: মিনহাজুল হক পাপ্পু (মামা)