দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত পরিত্যক্ত পরিসংখ্যান অফিসে মঙ্গলবার সন্ধার পূর্বে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল
ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী জানান, এ পরিত্যক্ত ভবনে উপজেলা সার্ভার স্টেশন নির্বাচন অফিসের পুরোনো ভোটার আইডি কার্ড, বেশ কিছু পুরোনো ও পরিত্যাক্ত নথিপত্র ভশ্মীভূত হয়েছে। কে বা কারা এ আগুন লাগিয়েছেন এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।