নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান।বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ও কুষ্টিয়া জেনারেল হাসপাতাল অভিযান পরিচালনা করেছে দুদক। বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সিভিল সার্জন অফিসে এবং দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয় ।অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা হয়। সেবা ও খাবারের মানসহ বিভিন্ন বিষয় নিয়ে রোগীদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তা। পৃথক দুই অভিযানে সিভিল সার্জন অফিস ও হাসপাতালের বিভিন্ন নথি সংগ্রহ করে এবং সেখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের বিজন কুমার রায় বলেন, কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে ১১৫ জন নিয়োগের একটা সার্কুলার হয়েছে। এ বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। এজন্য আমরা অভিযান চালিয়েছি। এ বিষয়ের সকল তথ্য চাওয়া হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা, খাবার ও ওষুধ বিতরণে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও ঠিকমতো চিকিৎসক ডিউটি না করা, রোগীদের হয়রানি, নিম্নমানের খাবার ও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।