বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল “কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোট”। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের নিকট সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অরাজনৈতিক, অসম্প্রদায়িক, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক ভিত্তিতে পরিচালিত এ সংগঠনের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে কুষ্টিয়া শহরের এন.এস. রোডের পরিমল টাওয়ারের (৪র্থ তলা)। স্মারকলিপিতে কুষ্টিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্পী কল্যাণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন ও ধারাবাহিকতা রক্ষাসহ বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন কুষ্টিয়াকে দেশের “সাংস্কৃতিক হৃদয়ভূমি” আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে।
উপদেষ্টা পরিষদ
সংগঠনের প্রধান উপদেষ্টা হয়েছেন পরিমল থিয়েটারের সভাপতি পারভেজ মাজমাদার। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী (সভাপতি, বুলবুল-নজরুল চর্চালয়), মুকুল খসরু (সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), এবং মো. তৌহিদুল ইসলাম (জাতীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ)।
নির্বাহী পরিচালনা পরিষদ
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাঃ আব্দুর রাজ্জাক (সভাপতি, ভবের হাট সংস্থা ও সংগীত চর্চা কেন্দ্র)। যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুর রহমান (স্বপন মাহমুদ), সদস্য সচিব রবি হাসান (সভাপতি, সুরবর্ণ সঙ্গীত একাডেমি), যুগ্ম-সদস্য সচিব এস.এস. রুশদী (মহাসচিব, বৃহত্তর কুষ্টিয়া ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণ পরিষদ) ও মতিন খন্দকার দায়িত্ব পালন করবেন।
এছাড়া নির্বাহী পরিষদে যুক্ত হয়েছেন কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতির বিশিষ্টজনেরা—জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কুষ্টিয়ার প্রতিনিধি সোহেল খন্দকার, কবি ও কন্টেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবী, গবেষক মো. আবু বক্কর (গগন হরকরা রিচার্স এন্ড কালচারাল সেন্টার), কবি ফারহানা হৃদয়ীনী, সাংস্কৃতিক কর্মী সুবর্ণা মাহমুদ, সংগঠক মনীষা ইসলাম, শিল্পী মো. সুজা উদ্দিনসহ আরও অনেকে।
লক্ষ্য ও প্রত্যাশা
“কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোট”-এর মূল লক্ষ্য হলো কুষ্টিয়ার সংস্কৃতি, সাহিত্য, সংগীত, নাটক ও চিত্রকলা চর্চাকে আরও গতিশীল করা এবং তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তোলা।
সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা মনে করছেন, নতুন এ সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার গৌরবময় ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে এবং অসাম্প্রদায়িক চেতনায় সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।