কুষ্টিয়া ইবি থানার উজান গ্রাম হাই স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ।
প্রকাশিত:
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
৪৫
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে উজানগ্রাম ও খোর্দ্দ বাখইল গ্রামের যুবকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় লাল কার্ড দেওয়া খেলোয়ারকে আবারো মাঠে নামানো নিয়ে দ্বন্দ্ব শুরু হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থেকে মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায় খেলায় কোয়ার্টার ফাইনালে এরাবিয়ান ফুটবল একাদশের একজন খেলোয়ার লালা কার্ড খাওয়ায়,আজকে ফাইনাল ম্যাচে আবারো তাকে খেলায় নামালে খোর্দ্দ বাখইল ফুটবল সমর্থকরা মাঠে নেমে যায়,এবং একে অপরের সাথে কথা,কাটি,কাটি চলে,ও উভয় পক্ষের সমর্থকরা একে অপরের ওপর চড়াও হয়।এবং লাঠি,সোঠা নিয়ে মারামারি সৃষ্টি হয়।তবে এই সংঘর্ষের কারণে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় মঞ্চে উপস্থিথ ছিলেন উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজিল ইসলাম ও উজানগ্রাম ইউনিয়ন জামাতের আমির হাইদার আলী মাষ্টার সহ এলাকার মন্ডল ব্যাক্তবর্গ গন ।সামান্য বিষয় নিয়ে মারামারি কোন ভাবেই কাম্য নয়।সিরাজুল ইসলাম ও হাইদার আলী মাষ্টার সহ এলাকার ব্যক্তিবর্গরা আপ্রাণ চেষ্টা চালিয়েছে মারামারি বন্ধ করার জন্য।বার বার মাইকে অনুরোধ জানিয়েছেন আপনারা কেউ মারামারি করবেন না।কে শোনে কার কথা। তবে এইদিকে সচেতন মহল বলছে আজকে ফাইনাল খেলায় আইনের সহযোগিতায় করানো উচিত ছিলো।তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য উজানগ্র উজ্বালা ক্লাব সকলের কাছে ক্ষমাপ্রার্থী। তবে খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এখন এলাকায় সব কিছু স্বাভাবিক আছে বলে জানা যায়। এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মেহেদী হাসান বলেন, খেলার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। স্থানীয় সচেতন মহল খেলাধুলাকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তরুণ সমাজকে শান্তিপূর্ণভাবে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।