1. thedailyshurjerdak@gmail.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.online : দৈনিক সূর্যের ডাক :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক সূর্যের ডাক" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
মোছা: নূসরাত জাহান নোহার ১০ তম জন্মদিন উদযাপন। কুষ্টিয়ায় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন। কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক এখন হেরিং বোন। কুষ্টিয়ায় মিথ্যা অপবাদ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খন্দকার ট্রেডার্সের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। নৌ-পুলিশের সহযোগিতায় কুষ্টিয়া অঞ্চলে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মানদীতে বালিবোঝাই নৌকা থেকে চাঁদাবাজীর অভিযোগ। কুষ্টিয়া ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ব্যাকাপুল নামক স্থানে আজ রাত ৮ ঘটিকায় ডাকাতি, মাথায় পিস্তল ঠেকিয়ে ৫৩ হাজার টাকা ও মোবাইল কেড়ে নিয়েছে। কুষ্টিয়ায় অর্ধশতাধিক ঘর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট। একটি হারানো বিজ্ঞপ্তি। কুষ্টিয়া সদর উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির। ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ পালিত।

দৌলতপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক কুষ্টিয়াকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 
কুষ্টিয়া দৌলতপুরে জেলার নবাগত জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট  আবু হাসনাত মোহাম্মদ আরেফীন দৌলতপুর উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এই সময় কুষ্টিয়া -১ আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, জামায়াতে ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা আমীর  উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দীন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সানাউল্লাহ,গণমাধ্যম কর্মী দৈনিক দিনকাল প্রতিনিধি এম এস শাহীন,  দৈনিক সমকাল প্রতিনিধি ও কল্যানপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহমেদ রাজু, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি আব্দুল আলীম সাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক রকি আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, দৌলতপুর সেনা ক্যাম্প  কমান্ডার শাকিল আহমেদ, দৌলতপুর থানার ইন্সপেক্টর  (তদন্ত) আখতারুজ্জামান লিটন, প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার মজিবুল হক, ডাঃ মোঃ ছামসুল আরিফিন আবাসিক মেডিকেল অফিসার সহ উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন,  দৌলতপুরে একটি সীমান্তবর্তী ও বড় উপজেলা কিন্তু এখানে বিজিবি সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কম থাকায় নানা ধরণের অপকর্ম হচ্ছে। দৌলতপুর মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হয়। এসব যারা করে তারা যেদলেই হোক না কেন তাদের সবাইকে আপনারা আটক করেন। এদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।  এদের বড় পরিচয় এরা দেশ ও সমাজের শত্রু।এসময় তিনি খাস মথুরাপুরে এক পুলিশ ক্যাম্প করারও দাবি জানান। 

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কুষ্টিয়াকে এক মডেল জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর । এ জন্য সকলের সহযোগিতা দরকার।  চরাঞ্চলের মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি হাসপাতাল স্থাপন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বিভিন্ন বাজারের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।

জেলা প্রশাসক বলেন, দৌলতপুরসহ কুষ্টিয়াকে একটি উন্নত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত জেলায় রূপান্তরিত করতে প্রশাসন সর্বদা জনগণের পাশে থাকবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে। দপ্তরভিত্তিক দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দৌলতপুরে একটি ফায়ার সার্ভিস অফিস স্থাপনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সূর্যের ডাক-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট