নিজস্ব প্রতিনিধি:
চালের বাজার কয়েক মাস ধরেই চড়াও। ভারত থেকে চাল আমদানির পর কিছুটা কমবে দাম এমনটাই আশা ছিল ক্রেতাদের। তবে পরিস্থিতি ভিন্ন কুষ্টিয়ার বাজারে কোনো ভাবেই কমছে না চালের দাম। এখনো উচ্চমূল্যেই স্থির রয়েছে চালের বাজার। এতে অসন্তোষ সাধারণ ক্রেতাদের মাঝে। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) পৌর চালবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছে, চাল আমদানির পরিমাণ আরো বাড়লে কমতে পারে চালের দাম। এছাড়া আমদানিকৃত চাল বাজারে এখনো পৌঁছায়নি। পুরো দমে চাল বাজারে পাওয়া গেলে কমে যাবে দাম।
বাজারে মিনিকেট চাল ৭৪ টাকা, নাজিরশাইল ৯০ টাকা, বাসমতি ৯০ টাকা, আটাশ ৫৮ টাকা এবং কাজললতা ৬৬ টাকা থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা বলছে, সিন্ডিকেটের কারসাজির কারণে যেনো চালের বাজার অস্থিরতা না করতে পারে এরজন্য নিয়মিত বাজার তদারকির করা দরকার।