নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি'র)। পৃথক পাঁচটি অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা, মদ, সিলডেনাফিল ট্যাবলেট, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট এবং চকলেট বাজি জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় গত ০৫ ও ০৬ জুনে একাধিক সফল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ১১টা ৪৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ রেলওয়ে স্টেশন রকেট মেইল” ট্রেনে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ভারতীয় ১.কেজি ৬৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এবং মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক (মশান মাঠে)। ০৬ জুন দুপুর ১২টা ৪৫ মিনিটে ‘‘বাধন এন্টারপ্রাইজ” (বাস নম্বর: টাঙ্গাইল-জ-১১-০০১২) তল্লাশিকালে মালিকবিহীন অবস্থায় ৩০৯৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এবং
কাজীপুর মাঠ”এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪৮ বোতল মদ ও ২৬০ পিস চকলেট বাজি জব্দ করা হয়।
ও বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ এবং ২৯২ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ করা হয়। খাসমহল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য -৪৫,০৩,৯৮০/- (পঁইতাল্লিশ লক্ষ তিন হাজার নয়শত আশি) টাকা।
রাতে বিজিবির পক্ষ থেকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে রকেট মেইল”ট্রেনটি তল্লাশি করে ট্রেনের ভিতরে বিশেষ ভাবে রাখা মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১কেজি ৬৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ও সীমান্ত এলাকা থেকে ইয়াবা, মদ, সিলডেনাফিল ট্যাবলেট, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট এবং চকলেট বাজি, সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য -৪৫,০৩,৯৮০/- (পঁইতাল্লিশ লক্ষ তিন হাজার নয়শত আশি) টাকা।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত সব মাদকদ্রব্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি মোতাবেক ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে জমা রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম চলমান রয়েছে।তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।