নিজস্ব প্রতিবেদক:
গত ১৫/০৫/২৫ ইং, তারিখে আনুমানিক ৪/৫ টার দিকে মিরপুর উপজেলার মশান বাজার পার হয়ে সাইফোন ব্রিজ কলেজ রোডের মাথায় কামরুল নামের এক যুবোক সহ মোটরসাইকেল নিয়ে কলেজ রোডের ঐ জায়গায় আসলে হঠাৎ লোকজন দেখে গাড়ি ফেলে কামরুল পালিয়ে যায় তা দেখে লোকজন কামরুলের সাথে থাকা অন্য এক যুবোকের কাছে পালানোর কারন জানতে চাইলে সে বলে আমি জানিনা কেন কামরুল পালিয়ে গেলো আর এই গাড়ি আমার কিন্ত কোন উপযুক্ত প্রমান দিতে না পারায় লোকজন গাড়িটি হাজি শফিকুল ইসলাম নামের এক ব্যাক্তির নিকট জমা রাখেন এবং সেই যুবককে বলেন যে, গাড়ি যারি হোকনা কেন কাগজপত্র এবং উপযুক্ত প্রমান দিয়ে গাড়িটি নিয়ে জাবেন। এবং এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো মোবাইল:০১৭১১০৬৬১৩৮