নিজস্ব প্রতিবেদ :
গতি ০৬/০২/২৫ ইং তারিখে কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের (হিজড়ার) উপর পূর্ব শত্রুতার জের ধরে মারপিট ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে শিরোনামে একটি নিউজ প্রকাশিত হওয়ায় গতি কয়েকদিন আগে বাদী কোর্টে মামলা দায়েরের জ্য গেলে সেখানে ১ং, আসামী সাবু বাদী পায়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মামলা না করার জন্য বলে ও তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এদিকে পায়েল সদর থানায় একটি আভিযোগ দায়ের করে যার এখনো পর্যন্ত কোন প্রকার তদন্ত বা অগ্রগতি দেখা যাচ্ছে না বিদায় ভুক্তভোগ বাদী পায়েল এখন বর্তমানে নিরুপায় ও তার পরিবারসহ সহ ভিতসন্ত্রস্ত অবস্থায় রয়েছে এবং আইনের সুস্থ বিচার দাবি করছেন। গত ৬ই ফেব্রুয়ারি ২৫সে প্রকাশিত নিউজের লিংক দাওয়া হইল : https://www.facebook.com/share/p/1BodE3CNa4/