1. thedailyshurjerdak@gmail.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.online : দৈনিক সূর্যের ডাক :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক সূর্যের ডাক" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
মোছা: নূসরাত জাহান নোহার ১০ তম জন্মদিন উদযাপন। কুষ্টিয়ায় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন। কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক এখন হেরিং বোন। কুষ্টিয়ায় মিথ্যা অপবাদ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খন্দকার ট্রেডার্সের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। নৌ-পুলিশের সহযোগিতায় কুষ্টিয়া অঞ্চলে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মানদীতে বালিবোঝাই নৌকা থেকে চাঁদাবাজীর অভিযোগ। কুষ্টিয়া ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ব্যাকাপুল নামক স্থানে আজ রাত ৮ ঘটিকায় ডাকাতি, মাথায় পিস্তল ঠেকিয়ে ৫৩ হাজার টাকা ও মোবাইল কেড়ে নিয়েছে। কুষ্টিয়ায় অর্ধশতাধিক ঘর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট। একটি হারানো বিজ্ঞপ্তি। কুষ্টিয়া সদর উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির। ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ পালিত।

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে “হিজড়া” বলায় ২ বখাটে গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে “হিজড়া” বলায় ২ বখাটে গ্রেফতার।

কুষ্টিয়ার কুমারখালীতে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘হিজড়া’ বলে ট্রল করে এক বখাটে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই বখাটে। এ সময় বখাটে তার আরও দুই সহপাঠীকে ডেকে নিয়ে যায় ওই বিদ্যালয়ে। তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ শুরু করে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে তিন বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।

আটককৃতরা হলো- আলাউদ্দিন নগর এলাকার আব্দুল মোমিনের ছেলে সোহান পারভেজ শুভ (১৮)। সে আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের কারিগরি শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
অপর দুজন হলো-একই এলাকার রাশেদু্ল ইসলামের ছেলে রাকিব হোসেন (১৮) এবং জমির উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (১৮)। তারা আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশপথে বখাটেদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায়, মেয়েরা মাঠে বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে খেলাধুলার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ‘বখাটে’ শুভ বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে ঢুকে এবং শিক্ষার্থীদের ‘হিজড়া’ বলে ট্রল করে। পরে শুভর আরও দুই সহপাঠী এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অসাধু আচরণ করে। আমরা বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ’

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শুভ বলেন, ‘নতুন ভোটার তালিকার কাজ শুরু হয়েছে।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম আলাউদ্দিন নগর এলাকায় ভোটার তালিকার দায়িত্বে রয়েছেন। আমার এবং আমার বোনের ভোটার তালিকার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি শহিদুল ইসলামের কাছে দিতে এসেছিলাম। তবে ভুল বোঝাবুঝি হয়েছে। ’
আটককৃত সোহাগ বলেন, ‘অবরুদ্ধের খবর পেয়ে আমি আর রাকিব শুভকে নিয়ে যেতে বিদ্যালয়ে এসে ফেঁসে গেছি। আমরা কিছু করিনি। ’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘ভোটার তালিকা চলছে গ্রামে। তবে বখাটে শুভ বিদ্যালয়ে ঢুকে অসাধু আচরণ শুরু করে। পরে আরও দুজন এসে উত্তেজনা সৃষ্টি করলে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে। ’

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শুভর বাবা আব্দুল মোমিন ফোনে বলেন, ‘শিক্ষকদের কাছে ভোটার তালিকার কাগজপত্রাদি জমা দিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। ’

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, শিক্ষার্থীদের উত্যক্ত করার অপরাধে তিন বখাটেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সূর্যের ডাক-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট