নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় জেলা বিএনপি’র বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ।
কুষ্টিয়া জেলা বিএনপি’র বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টার সময় কুষ্টিয়া ইসলামিয়া কলেজগেট হতে বিক্ষোভ মিছিল শুরু করে পুরো এনএস রোড প্রদক্ষিণ শেষে শিল্পকলা চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।
দলকে পুনর্গঠনের লক্ষ্যে দলীয় ঐক্য ধরে রাখার স্বার্থে জনগনের প্রত্যাশা অনুযায়ী জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন – তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি।
শামিম উল হাসান অপু বললেন, যারা বিএনপিকে ভালোবাসে তারা সবসময় আমাদের সাথে আছে আমাদের সাথে থাকবে। দীর্ঘদিন যারা দলের জন্য হামলা মামলার স্বীকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এটা দলের জন্য চরম ক্ষতিকর। কুষ্টিয়া জেলা বিএনপিকে শক্তিশালী করতে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে পুনরায় কমিটি গঠন করতে হবে।
সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাদের মূল্যায়ন করতে হবে। যাঁরা বিগত স্বৈরশাসক আওয়ামিলীগের সাথে আতাত করে সুবিধাভোগ করেছে তাদেরকে আমি আওয়ামিলীগই মনে করি আর এই সব সুবিধাবাদী প্রেতাত্মাদের নিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি করা হয়েছে এবং জেলা বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি।
সেই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া শিল্পকলার সামনে বিক্ষোভ মিছিল ও গণসমাবেস পালন করা হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির যে কমিটি ঘোষণা করা হয়েছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে।
আমাদের দাবি এই কমিটি ভেঙে দিয়ে দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হোক। তিনি আরও বলেন, ‘এখানে যারা এসেছি বিগত আন্দোলনে সংগ্রামের সবার ফটো রয়েছে। কিন্তু যাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা ছবিও দেখাতে পারবে না।’ অনতিবিলম্বে কুষ্টিয়ার অবৈধ কমিটি বাতিল না হলে চরম আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বশিরুল আলম চাঁদ, খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কবির, সাইফুজ্জামান সুজন সাবেগ যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া শহর যুবদল, জেলা উপজেলার ছাত্রদল, কৃষক দল, যুবদল, শ্রমিক দল প্রমুখ।
এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন খোকসা, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর এর পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীবৃন্দ। সার্বিক আয়োজনে ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীবৃন্দ।